মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৬-তম প্রয়াস
খোয়াইয়ের উপর আলো পড়লে রঞ্জনা ভট্টাচার্য্য
খোয়াইয়ের উপর আলো পড়লে রঞ্জনা ভট্টাচার্য্য
খোয়াইয়ের উপর আলো পড়লে
নিংড়ে নেওয়া জীবনে চুলের ঘ্রাণ।
এখনও শাড়ির গায়ে ঘরবাড়ির দেওয়াল,
আটপৌরে বিষণ্ণতার লাবণ্য চোখ,
খাজুরাহো বেদনা।
বনের সোঁদা গন্ধ নিঃশব্দে প্রেম কে
ডাকে তোমার নামে।
এখানে দীঘল রাতের কালির ফোঁটায়
ছড়িয়ে যায় লুব্ধক।
কিছু ব্যথা কথা রাখে না,
কুয়াশা র খয়েরী টিপে
চুয়াচন্দনের তীর্থ স্নান,
রক্তাক্ত আকাশে র উপর
গোধূলির শুধু একমাত্র অধিকার।
No comments:
Post a Comment