মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৬-তম প্রয়াস
জগৎসৃষ্টি হারা হবে সোনালী দাস সরকার
অবাঞ্ছিত ঝড়মূলত ধ্বংস গ্রাসের আহার
ক্রন্দনররত এ কোন নারীর বাহার
কাতরে এ যেন হল এলোকেশী
এবার রূপ নেবে সর্বনাশী !
সংরক্ষণ জগতে যেথা নারীঘাত বারবার
ভিন্নরূপে সৃষ্ট কালের দেখবেই সংহার
জীবন জ্ঞান অজ্ঞ দেখি আজ বেশী
আকাশ হারাতে বাধ্য সূর্য,শশী!
মরছে পার্বণের মত কাতারে নেই নিস্তার
জলে স্থলে আকাশ ভূমিতে মৃত্যর ভার
অপঘাত টেনে হানে কোথায় যে ঘেঁষি
পুণ্যি নেই ভবে মানুষ তাই বাণভাসি!
No comments:
Post a Comment