মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৬-ষ্ঠ-তম প্রয়াস
মেলবন্ধন পৃথা চ্যাটার্জি
সমগ্র সত্ত্বা থিতিয়ে গেলে
একটা লাজুক শব্দ উঠে আসে
শীতল কুয়াশার ভিতর থেকে ;
বৈষম্যের অন্ধকারে কিছুতেই গাঁথতে পারি না
একটা নিষ্পাপ সংলাপ।
দুটো স্টেশনের মাঝখানে
ভাসিয়েছিলাম যে নৌকা আজও তার
অন্তর্ধানের কিনারা করতে পারি নি অথচ কতো অনবদ্য আলো আমার দার্শনিক অলিন্দে ঘোরাফেরা করে!
টালমাটাল পৃথিবীতে বস্তুকণা ক্রমাগত ফুটছে
দূরবীন দিয়ে কিছু দেখা যায় না
লাল নীল ছাতার নিচে
স্থবির কিছু লোক গম্ভীর মুখে কথা বলে-
অনিবার্য কিছু ঘটতে চলেছে মনে ভেবে
শীতের কুয়াশায় তোলা একরাশ কুন্দফুলে
আমি একটা মেলবন্ধনের মালা গেঁথে চলি।
No comments:
Post a Comment