Sunday, 2 February 2020

রবিবারের কথা...

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩২-তম প্রয়াস

এবার রবিবারের কথায় থাকছে অমৃতা বিশ্বাস সরকারের কবিতা ও তার প্রথম প্রকাশের অনুভূতি। 













১] তার প্রথম প্রকাশিত কবিতা এবং পত্রিকার নাম। 

আমার প্রথম কবিতা ''ভুলের মাশুল ''প্রকাশিত হয় 'আন্তর্জাতিক আলো পত্রিকা 'র ক্রোড়পত্রে ''সুরক্ষিত যান ,সুরক্ষিত জীবন ''শীর্ষক শিরোনামে ।


২] তার প্রথম কবিতা প্রকাশের অনুভূতি

অনেক ছোটো থেকেই আমি কবিতা ও টুকিটাকি লেখার গোপন  প্রেমে আসক্ত ।বাংকে উঠে পড়া বস্তায় মুখ গুঁজে থাকা  ছেঁড়া খাতাগুলো তার স্বাক্ষী  ।দেখতে দেখতে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করতে না করতেই  গোত্রান্তর হয়ে কলমের মোহ উঠে গেলো মাথার ওপর ।পেরিয়ে গেলো কয়েকবছর ।অনেক কিন্তুর জল ঠেলে আবারো মজলাম কাব্যরসে ।২০১৭এর জুন,হাতে পেলাম অ্যান্ড্রয়েড ফোন ।সোশ্যাল মিডিয়ার সৌজন্যে যুক্ত হলাম বেশ কিছু সাহিত্য  পরিবারে ।তাঁরা আমার কলমকে দিতে থাকলো উৎসাহ ।কেটে গেলো মাস দুয়েক ।ইতিমধ্যেই বেশ কিছু ''কেউকেটা ''গোছের সম্পাদকের  আমার কবিতা সম্পর্কে মতামত :-''এরকম কবিতা আজকাল আর চলে না''।যাই হোক্ সেটা তাঁর বা তাঁদের রুচি ।এর মধ্যেই হঠাৎ একদিন জানতে পারলাম আমার কবিতা নির্বাচিত  হয়েছে ,মনে হোলো যেন একটা কলম অনেক দুয়ারে হারতে হারতে হঠাৎ করেই জিতে গেছে ....আলো পত্রিকার পাতায় দেখতে পেয়েছে আশার আলো ।এরপর বলি -কবিতা বা কলমের আঁচড় অনেকটাই সন্তানের মতো -ভালো ও  খারাপ দু -ই হয় ।শুধরে নেয়া যায় এবং শুধরে দেয়া যেতেই পারে ।তা বলে অবজ্ঞাটা জননী বা জন্মদাতা হিসাবে মেনে  নেয়া সম্ভব না ।


অমৃতা বিশ্বাস সরকারের কবিতা... 
ভুলের মাশুল 

উৎসব এসে দাঁড়িয়ে আজ দোরগোড়ায় ।
চারিদিকে কত্তো আনন্দ .......
কিন্তু  সোহমের মন জুড়ে
শুধুই অনুতাপ আর দ্বন্দ্ব ।
দেওয়ালির মায়াবী রাতে একটা সতেজ প্রাণ কেড়ে নিলো বন্ধুদের বেপরোয়া গাড়ি ।
সাথে প্রিয় বন্ধুও দিলো মৃত্যুলোকে পাড়ি ।
প্রতিনিয়ত কুরে কুরে খায় ওই  একটাই ভুল ।
প্রাণ দিয়ে দিতে হয়েছে যার   মাশুল ।

ধন্যবাদ কবিকে আমাদের প্রয়াসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার থেকে এই প্রয়াস আপনারও। ভালো থাকুন।  সাহিত্যে থাকুন।         


No comments:

Post a Comment