মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
নিষিদ্ধ যজ্ঞ সোনালী দাস সরকার
নীলাজ্ঞনা এক রাতের পরী ----
নিঃসঙ্গতাইই তার আত্মার যাপন,,
সঙ্গীর সন্ধান হয় তবে নীলাম্বরী বেশ ধারণে!
আর্তনাদ করে প্রতিরাত আত্মা
অসহায়তারর কবলে দুশ্চরিত্র ক্ষুধার্তকে ক্ষান্ত করে নিজে বহ্নিশিখায়য় জ্বলে!
প্রভাত কেবল তার বন্ধনমুক্ত
প্রস্ফুটিত ফুলের আখড়া
পূজার ধূপে জিইয়ে রাখে জীবন মরণের গভীর সতীত্ব।
গ্রহের আবর্তন ফের রাতের সন্ধিক্ষণ
আকর্ষণ আর প্রলভন
নিত্য নতুন সাজের যবনিকার উত্তোলন।
প্রতি রাতের শাড়ী অলঙ্কার কত বৈচিত্র্যময়
কিন্তু সব রঙ ডাগর নীল!
ন্যায্য প্রাপ্তি আর লুকোচুরি চলছে সহজেই অহরহ।
ছিঁড়ে ফেলছে ক্ষুদ্র সম্বল সম্মান-
অভিমান অসম্মানিত সহবাসে
চিতারোহণ।
এই সহবাস চায় সহমরণ
আত্মা আর দেহের
আর সহেনা আহুতি দেওয়া বিবেক মনের।
আকুতি করে প্রাণ বায়ুদ্বয় বাহির পানে যেতে
তবু দুর্যোগে নির্লিপ্ত নীলাঞ্জনা বিষাক্ত নীল জীবন নিক্ষেপে করে নিশ্বাসকে নিষিদ্ধ যজ্ঞে!!
No comments:
Post a Comment