Tuesday, 4 February 2020

বর্ণজিৎ বর্মন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩৫-তম প্রয়াস













বর্ণাঢ্য শোভাযাত্রা  বর্ণজিৎ বর্মন

পাখির দলে  স্ট্যাটাস সংকর  করি , ঘটি হাতে  গতি
উঠে আসে নিজস্ব মতি ,
দারিদ্রের লক্ষ্মণ রেখা ছিঁড়ে উড়ছে
পাখি , আপন আকাশে
তারপর সবুজ বাঁশ বনে
নেমেছে , মরশুম এসেছে যে
সন্তান  প্রতিপালনের ,
অঙ্কুরিত  কিংবা দু-পাতা গম
ক্ষেতে , নেমেছে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলার প্রিয় পাখিদের
রবি শষ্যে ভরে তোলো গোলা
-ুঠোঁট
ভরে যেন খেতে পারি দু বেলা

No comments:

Post a Comment