Wednesday 12 February 2020

বর্ণজিৎ বর্মন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৩-তম প্রয়াস
 

কারিগর   বর্ণজিৎ বর্মন

শীতে মাথা ঢাকবার পলিটিকস্ খন্ড নেই
প্রভাতের লাকে জোটে না নিয়মের আলুসেদ্ধ
তৃতীয় বিশ্বের ঘর জামাই
ফরেনে্ রাখে উৎবৃত্ত
এ যুগের কারিগর
লোকাল ট্রেনের ভীড়ের ফেরিওয়ালা
চা চাই ...বাদাম ...লজেন্স
- ছেলেটা স্বপ্ন দেখে বাবু ..
আমার স্বপ্ন ভ্রুনে  নষ্ট হয়
ও র স্বপ্ন যেন নষ্ট না হয়
আতুর ঘরে ,,,..'
ঝালমুড়ি চাই ....
দু পা আলপথ আর নুন ভাত চাই
ফরেন্ মানে বুঝিনা ,
জানি না কালোটাকা কি ,
স্বপ্ন দক্ষ কারিগর হবে
মারবেন না ফরেনে্ টাকা পুতে ।


1 comment:

  1. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete