Wednesday, 19 February 2020

পৃথা চট্টোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৭ তম প্রয়াস









চলো যাই অবিরল হাঁটি     পৃথা চট্টোপাধ্যায়


চলো যাই পাশাপাশি হাঁটি হাত ধরে 
অবিরল, শালবনি পথে বহুদূরে...
অন্ধকার নেমে আসা সন্ধ্যায় কোনো,
স্তব্ধ নদীতীরে,
মুখরিত গমগমে পথে নিবিড় বিকেলে 
                                 একটু সময় পেলে 
ব্যস্ত মন একান্তে কখন 
কতো কথা  অথবা থাক না শুধু নীরবতা 
আদিম জাহাজ হয়ে কুয়াশায় ভাসি,
বৃষ্টি জলে ধুয়ে যাই বানভাসি 

পৃথিবীর সীমান্ত আকাশে 
একা কোনো নক্ষত্র ফ্যাকাসে 
অবিরল হেঁটে যাই একাকার হয়ে ...

No comments:

Post a Comment