Saturday 29 February 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ











পাখি রঙের আকাশ ----- ৩৮  হরিৎ বন্দ্যোপাধ্যায়

সে যে কেউ, যখন তখন রাস্তাঘাটে তার সঙ্গে দেখা হয়ে যায়। অনেকের মাঝে কিছুতেই তাকে চোখে পড়ে না। খেতে গিয়ে হাত নোংরা হয়ে গেলে খুব সহজেই তার জামায় মুছে ফেলা যায়। জামায় পড়ে যাওয়া আটকে থাকা চা তার দিকে ছুঁড়ে দেওয়া যায়। পায়ের ছেটকানো কাদাজল গায়ে লাগলে তার দিকে তাকিয়ে মুখ শুকনো করতে হয় না। শুধু দিনের শেষে তার দিকে নজর দিলে দেখতে পাওয়া যায়, তার সারা গায়ে ফুটে আছে অজস্র ফুল। যেহেতু সে নিয়ে আমরা বিশেষ কেউ মাথা ঘামাই না তাই সে আড়ালে একটু একটু করে বাড়ে। একসঙ্গে অনেকখানি বেড়ে গেলেও আটকানোর কেউ থাকে না। বাড়তে বাড়তে যখন জায়গা ধরে না তখন আমাদের চোখে চিরকালের জন্যে ঘুমিয়ে থাকা সে নিজের জায়গা নিজেই করে নেয়। সকালের কাগজে আসে ভূমিকম্প। আড়ালেই থেকে যায় নিয়ন্ত্রক সে।


No comments:

Post a Comment