মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৪-তম প্রয়াস
পাখি রঙের আকাশ ----- ৩৬ হরিৎ বন্দ্যোপাধ্যায়
কান্না শেষে পাল্টে গেল আমার সংজ্ঞা। তোমার জন্যে কান্না সেই কখন থেকে আমাকে ভাঙতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে কত হোঁচট দিয়েছে আমাকে। এই তো গতকালও আঙুলের গাঁট পেরোনো হোঁচট। শত গলিপথ বাঁক মোড় পেরিয়ে এখন আমি তোমার স্টেশনে। অনেক বেশি বেশি আমি এখন আমার মধ্যে। সে সব কিছু এখন তোমাতে ডুবে। তারা সবাই এখন তোমাকে চাইছে। এত কাছ থেকে এত আলোয় তোমাকে কোনোদিন দেখিই নি। এখন নিজেকে বেশ মানুষ মানুষ মনে হচ্ছে। কোনোদিন এত স্থির চোখের দৃষ্টি আমার চোখে আসে নি। আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি।
No comments:
Post a Comment