Wednesday, 12 February 2020

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৩-তম প্রয়াস












মরণের পার থেকে         চিরঞ্জিৎ বৈরাগী

আমি বেঁচে থেকে নয় মরণের পার থেকে একটি চিঠি লিখতে চাই
মায়ালোক ভেদ করে মনের কারখানায় যার রঙ বড্ড ফ্যাকাশে
অহংকার কৃষ মলিনতার অভাবে সেখানটা হালকা লাগে
ভাবনাগুলোর একান্ত প্রকাশ নিলাম হলে বেশ ভালো লাগতো
বাস্তব সংসারের হাড়হিমে প্রভাত শুধু ঘুরিয়ে মারে
বিবেকবোধকে বারে বারে জাগানোর আপ্রাণ চেষ্টা লেগে থাকে
আশেপাশে পাহাড়প্রমান দুঃখের খবর রীতিমতো অসুখ বোধে
দুঃসাহসিক হতে মাঝে মাঝে ইচ্ছে করে অবাক লাগে পৃথিবীটাকে
অন্ধকারের সাপ দিনের আলোর শাপে ম্লান হয়ে যায়
আকাশের তারা হয়ে বাঁচার স্বপ্ন সার্থক বাসে।

No comments:

Post a Comment