Wednesday 19 February 2020

শ্যামল অধিকারী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৭ তম প্রয়াস









১৪-ই ফেব্রুয়ারি     শ্যামল অধিকারী


প্রতিবাদের রঙ পেনসিলে আঁকি বিদ্রোহী বার্তা,
গোলা বারুদের আঁতুড়ঘরে‌ শিহরিত অগ্নুৎপাত।
দস্যুরা আসে নির্মম পদাঘাতে,
প্রবল সুনামীর নিষ্ঠুর উচ্ছ্বাসে মত্ত।
বর্ডার থেকে বাংলা‌‌ চারিদিকে পোড়া বারুদের গন্ধ,
শত শত ভারত বীরের পোড়া চামড়ার দৃশ্য।
রক্ত নিকোটিনের চরম বিভীষিকা।
এ যেন দুঃস্বপ্নের ফিকে হয়ে যাওয়া রঙ।।
আবার নব চেতনার বিদ্রোহী বার্তা আনে ভারত   জওয়ান,
এ যেন সবুজ রঙে মিশে যাওয়া;সবুজ ফুলের দৃষ্টি।
বলে ওঠে নররাক্ষস দস্যু তুই;তোর আচরন ন্যাক্কারজনক।
বিদ্রোহী আমি হয়েছি নর রুপী কৃষ্ণ,
চক্র নয় নিয়েছি হাতে এ কে- ৪৭.
বাঁশি নয়;নিয়েছি হাতে ভারত বাঁচাতে বিধ্বংসী কামাল,
করেছি আজ সমূলে নাশ শয়তান দস্যুদের।
সেদিন ছিল ১৪-ই ফেব্রুয়ারি -
দিতে হয়েছিল কত বীর আর্মির প্রান !
পুনরায় ভারত মায়ের বীর সন্তান রেখেছে ভারতের মান।।
এসো জওয়ান;এসো ভারত বীর;এসো বঙ্গ আর্মি।
আমার বিবেকের শ্রদ্ধার্ঘ নিবেদন করি,
লাল রঙে রাঙিয়ে তুলি ১৪-ই ফেব্রুয়ারি।।


No comments:

Post a Comment