মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৭ তম প্রয়াস
পাখি রঙের আকাশ ------- ৩৭ হরিৎ বন্দ্যোপাধ্যায়
মাঝে মাঝেই আমাদের বাড়িতে একটা হাওয়া ঢুকে পড়ত। কোথা দিয়ে ঢুকতো, কেনই বা ঢুকতো কিছুই বুঝতে পারতাম না। তবে হাওয়া এলে অনেকটা করে সকাল আমাদের সারা বাড়ি ঘিরে থাকত। জানলা দরজা আপনা থেকেই সব খুলে যেত। চোখে পড়ত না চারদেওয়াল। চারপাশে আমরা যেন কেমন ছড়িয়ে যেতাম। জানলার কাছে গেলেই আকাশের দিকে তাকিয়ে গুনগুন করতে ইচ্ছা করতো। বাড়িতে কেউ এলে সংখ্যাগুলো হঠাৎ করে কেমন যেন কমে যেত। খিদের কথা ভুলে যেতাম। বাবা বলতো গান এসেছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম, বাবা ছাদে বসে গান গাইছে।
No comments:
Post a Comment