মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৪-তম প্রয়াস
মরা অনসূয়া চন্দ্র
এ বাড়িতে যত মরা ওই রোয়াকেই শোয়ানো হয়েছে।যার সামনে দুটো ঢ্যাঙা নারকোল গাছ।পিছনে এক্কা দোক্কার একফালি বাগান।মৃতদেহের সাথে ফুল,চন্দন,ধূপকাঠি,তুলসিপাতা;মৃ তদেহের পাশে আত্মীয়বর্গ।ঝাঁকে ঝাঁকে লোক ভিড় করেছে সরু গলিটায়।অভিপ্রেত-অনভিপ্রেত-আকস্ মিক মৃত্যু অনুসারে কান্নার স্বর ওঠা নামা করেছে।মৃতদেহ সৎকারে চলে গেলে রামু সারা বাড়ি ধুয়ে ফেলেছে।নিমপাতা,গুড় প্লেটে সাজিয়ে রেখেছে।সঙ্গে রেখেছে লোহা,আগুন।
তবু সন্ধ্যা হলে আজও ওই বাগানের দিকে কেউ ঘেঁষেনা।
মরা অনসূয়া চন্দ্র
এ বাড়িতে যত মরা ওই রোয়াকেই শোয়ানো হয়েছে।যার সামনে দুটো ঢ্যাঙা নারকোল গাছ।পিছনে এক্কা দোক্কার একফালি বাগান।মৃতদেহের সাথে ফুল,চন্দন,ধূপকাঠি,তুলসিপাতা;মৃ
তবু সন্ধ্যা হলে আজও ওই বাগানের দিকে কেউ ঘেঁষেনা।
No comments:
Post a Comment