Wednesday, 12 February 2020

অনির্বাণ মন্ডল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৩-তম প্রয়াস












একটি স্বপ্নের মৃত্যু    অনির্বাণ মন্ডল

সেদিন বোধহয় মেঘলা ছিল;
তবু বৃষ্টি আসেনি!
আর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম
রাস্তায় রাস্তায়।
বজ্রপাতহীন বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম
নামহীন এক বিকেলে;
তোমার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে চেয়েছিলাম
একটা সারাদিন।

বৃষ্টি আসেনি!
শুষ্ক মেঘের বজ্রপাতে সবাই মারা গেছে!
মারা গেছি আমি তুমি আর গনতন্ত্র।
আসলে গনতন্ত্র কোনোদিন বেঁচে ছিলনা;
আর আমি আর তুমি বেঁচে থাকার অভিনয় করে গেছি।
তবু আমার আর তোমার মৃতদেহের ছাইয়ের মধ্যে
আজও ঘুরে বেড়ায় ফিনিক্স পাখির আত্মা।

3 comments:

  1. Sir darun Kobita💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  2. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete