Tuesday, 11 February 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪২-তম প্রয়াস













পাখি রঙের আকাশ ------ ৩৪        হরিৎ বন্দ্যোপাধ্যায়

তোমার আমার মেলামেশাগুলোর মধ্যে বেঁচে আছে এখনও কিছু বটগাছ। তাদের গতিপ্রকৃতি বলে দেয় তারা এখনও কিছু যৌবনের অথবা বয়সকে যারা বর্ষণমুখর দুপুরে কোন নির্জন স্টেশনের বুকের ভেতর ঢুকে উড়িয়ে দিতে পারে তাদের স্বপ্নে উঁকি দেবে বলে আরও অনেক বছর দাঁড়িয়ে থাকবে। হাঁটতে হাঁটতে আমরা যখন নদীকে মাঝখানে রেখেছি, গাছের সবুজের দিকে তাকিয়ে আমাদের যখন কোনো কিছু ছেড়ে আসার জন্যে দুঃখ হয়েছে তখন কিছু কিছু জায়গায় পড়েছে আমাদের বীজ। আমাদের কথার উত্তাপে কথা বলেছে বীজ। আজকের বটগাছ তাই অনেক অনেক দুপুরের দগ্ধ ইতিহাস। ক্যানভাসে ছড়ানো রঙের মতো যে ছায়া ছড়িয়েছে বট সেই ছায়ায় উপ্ত হোক কিছু সম্পর্কের বাসন্তী সংলাপ।

No comments:

Post a Comment