Tuesday 4 February 2020

পৃথা চট্টোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩৫-তম প্রয়াস












লিখতে পারি না    পৃথা  চট্টোপাধ্যায় 

তোমার নীরব আঁচলে আমি নিশ্চুপ কোলাহল হয়ে থাকতে চাই
কুয়াশার ভিতর থেকে জেগে ওঠে ভোরবেলা 
তুমি কুনকি দিয়ে মাপতে চেয়েছিলে ভালোবাসা 
আর আমি শব্দ সাজিয়ে লিখতে চেয়েছিলাম একটা কবিতা 

হয় নি কখনো

লিখতে বসলে কলম থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে 
তৃষার্ত মেষপালক এগিয়ে আসে স্তন্যপানে 
কিছু কাটাকুটি খেলার মতো জীবন 
আর হিজিবিজি শব্দ

No comments:

Post a Comment