মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪২-তম প্রয়াস
কোথায় মুক্ত সোনালী দাস সরকার
প্রশ্ন বাণ সহজ হলেও উত্তর
সে হবেই বিষাক্ত
নোনা সাগরে চিনির পাহাড়
স্বাদে তবু লবনাক্ত।
অহল্যার দেবীর কেটেছে তাঁর পাপ
বদনাম আজো অভিশপ্ত
সীতা ত্যাগী রাম প্রজার প্ররোচনায়
রাজা সেও অসমাপ্ত।
রামধনু আঁকো সাতরঙার পাহাড়
মিথ্যা তাকেও লাগে
দেশের দৈন্যদশায় করি হাহাকার
সৃষ্টি পরে বা আগে!
চলা আর চলার মাঝে নিত্য বেড়ী
আঁকড়ে যত ধরা
হারা না হারা উভয় সংকটে প্রাণী
দুশ্চিন্তা ধরলেই জড়া!
সে হবেই বিষাক্ত
নোনা সাগরে চিনির পাহাড়
স্বাদে তবু লবনাক্ত।
অহল্যার দেবীর কেটেছে তাঁর পাপ
বদনাম আজো অভিশপ্ত
সীতা ত্যাগী রাম প্রজার প্ররোচনায়
রাজা সেও অসমাপ্ত।
রামধনু আঁকো সাতরঙার পাহাড়
মিথ্যা তাকেও লাগে
দেশের দৈন্যদশায় করি হাহাকার
সৃষ্টি পরে বা আগে!
চলা আর চলার মাঝে নিত্য বেড়ী
আঁকড়ে যত ধরা
হারা না হারা উভয় সংকটে প্রাণী
দুশ্চিন্তা ধরলেই জড়া!
No comments:
Post a Comment