Thursday, 13 February 2020

অর্পিতা ঘোষ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৪-তম প্রয়াস












ভালোবাসার চশমা   অর্পিতা ঘোষ

হাতটা ছুঁয়ে একদিন  করেছিল অঙ্গীকার
বিশ্বাসের স্তম্ভ গড়েছিল তার ওপরে
নদী হয়ে মিশেছিল বুকে,
কলঙ্কের জ্যোৎস্না মেখেছিল গায়ে
বোঝেনি সেদিন–
ভালোবাসার চশমা ছিল তার চোখে।

গোলাপী লাল বেলুনটা ফেটে গেছে কবে,
স্বয়ম্বরার কাছে কত প্রেমিক আসে
পয়সা আর গয়না দিয়ে সাজাই সন্ন্যাসিনীকে,
সমাজ পদবি দিয়েছে পতিতা
নদী শুকিয়ে আজ হয়েছে মরুভূমি
ভালোবাসা বেচে এখন প্রতি রাতে...

No comments:

Post a Comment