মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৩৬-তম প্রয়াস
আদ্র চোখের কবিতা শম্পা মনিমা
স্তবক থেকে স্তবকে যেতে সময় লাগলো
একটা করে তুমি নিঃশ্বাসে,
অবুঝ কান্না ঝরছে লগ্নের কাছে।
পার্থিব ইতিকথা সংসারের দিনরাতে থাকে
বয়সী ব্যাঞ্জনা থেকে রাতদিন আয়ু আহার রাখে,
প্রতিদিন জন্ম আপ্লুত করছ বেদনা যাপনে
পুনরবার মিলনের পিপাসায়
স্মৃতি সব অগতিরনাথ।
যত মোহনকাম আকশকুসুম উচ্চারণ
সবটুকু স্তবকের গঙ্গাধারা নীলকন্ঠের
তুমি শোনো শুধু উজান সুরের ।
ইঙ্গিত ওমে স্তবক লিখেছে প্রনাম
শিলাবৃষ্টি পতনের মতো জীবন লুটে
কী লাভ ভালোবেসে পঙতি রচনা করে?
আদ্র চোখের কবিতা শম্পা মনিমা
স্তবক থেকে স্তবকে যেতে সময় লাগলো
একটা করে তুমি নিঃশ্বাসে,
অবুঝ কান্না ঝরছে লগ্নের কাছে।
পার্থিব ইতিকথা সংসারের দিনরাতে থাকে
বয়সী ব্যাঞ্জনা থেকে রাতদিন আয়ু আহার রাখে,
প্রতিদিন জন্ম আপ্লুত করছ বেদনা যাপনে
পুনরবার মিলনের পিপাসায়
স্মৃতি সব অগতিরনাথ।
যত মোহনকাম আকশকুসুম উচ্চারণ
সবটুকু স্তবকের গঙ্গাধারা নীলকন্ঠের
তুমি শোনো শুধু উজান সুরের ।
ইঙ্গিত ওমে স্তবক লিখেছে প্রনাম
শিলাবৃষ্টি পতনের মতো জীবন লুটে
কী লাভ ভালোবেসে পঙতি রচনা করে?
No comments:
Post a Comment