Tuesday 4 February 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩৫-তম প্রয়াস













পাখি রঙের আকাশ ----- ৩২      হরিৎ বন্দ্যোপাধ্যায়

একটানে কতদূর চলে এসেছি আমরা। যেখানে এসেছি জানি না তার আবহাওয়া। চলে আসার জন্যে আনন্দটাও আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। যা এতদিন আমাদের জড়িয়ে বেঁধে রেখেছিল তা এখন আমাদের চোখে ছোট হতে হতে হাওয়া। আনন্দটা সেজন্যেই। অথচ একদিন অনুষ্ঠান করে আমার বললাম। বেড়ে উঠল আমারই অল্প বিস্তর সমর্থনে সবকিছু। অপছন্দ হলে তা আমারই চোখের ওপর। আমি কিছু বলি নি, অথবা সব দিক দেখে শুনে কিছু বলতে চাই নি। একদিন ঘাম ঝরানো গরম এলো, আমি সবকিছু ছড়িয়ে বেরিয়ে পড়লাম। সেতুর ওপর দাঁড়িয়ে আমরা নদীর ছলাৎছল শুনছি। হঠাৎ আকাশ কালো করে একফোঁটা দু'ফোঁটা বৃষ্টি। একছুটে ছাদে এসে দেখি আমার ছাদ তখনও ভেজে নি।

No comments:

Post a Comment