Wednesday, 5 February 2020

মধুমিতা বসু সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৩৬-তম প্রয়াস












বাউল মন  শর্ত বোঝে না...     মধুমিতা বসু সরকার

বৈভব হীন বিকেলের ঘরে জাতপাত উহ্য,,
তবু গাভীরা গোধুলি এনে দেয়,
অস্তাচল গামী সূর্যের আলোতে কোমল ধৈবত
তার সুর বেঁধে নেয়,,
বাউল তার একতারার সুরে বলে
মন দিয়ে খুঁজি মনের মানুষ,
মন না দিলে কিছু কি পাওয়া যায়?
জীবন ত শর্তে ই চলে,
চাওয়া পাওয়া, যতটুকু যেটুকু সব  শ্রাবণমাসের রোদের মতো,
বড় আবেগী,, বড় কাঙ্খিত অথচ দুর্লভ,
ধরে বেঁধে রাখাও যায় না,,
মুঠি আলগা করুন বা না করুন কখন যেন হাত ফস্কে বেরিয়ে যায়,,
তবু বাউলের মনের মানুষ খোঁজার বিরাম নেই,,
পাবে কি না পাবে জানেও না,
বাউল ত সম্পর্কের জটিলতা বোঝেনা
শর্ত, সাপেক্ষ,,,তুমি মন দিলে আমি দেব
নতুবা হিসাবের খাতা শুন্য।
এসব বুঝলে বাউল একতারা বাজাত না
, তা যদি হোত আমার মন টিও বাউলা হোতনা।

No comments:

Post a Comment