Saturday 29 February 2020

শম্পা মনিমা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ









বেদনার গায় হেমন্ত কুয়াশা  শম্পা মনিমা




ঘুম, শর্তহীন বিবেক ললাটে চুমোয়,
করিনি তাকে সিন্দুকে বন্দি, ব‍্যাকুল হৃদয় শোঁকে
লবণের গন্ধ, বলিনি, ক্লান্ত তুই–
ঘুমো, একটু ঘুমো ।

ভনিতা কিযে জানেনা পৃথিবী,
সততা বলে কাকে, সব– রেখেছি অমরাবতীর
শত পাঁজরের নীচে, সত‍্যের কুঠুরিতে
হেমন্তপথ বেদনা আজ কঠিন, যন্ত্রণাময় অসুস্থ–
বলিনি- ঘুমো, নির্ভাবনায় একটু ঘুমো।

অপরাধ নিরবধি শর্তহীন রাতে,
বেদনাকে রেখেছি ভালোবাসাহীন
যুগলবন্দী হয়ে হিয়া খুলে ধ্রুপদী পিপাসা নিয়ে
ব‍্যার্থ আয়োজন আজীবন –
রাত্রি জাগা ক্লান্তি চোখের পাতায়
তবুও বলিনি ঘুমো, এখন ঘুমিয়ে যা...

No comments:

Post a Comment