Wednesday, 12 February 2020

সন্দীপ ভট্টাচার্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৩-তম প্রয়াস












নোনতা বসন্ত    সন্দীপ ভট্টাচার্য

শুধু একটুকরো আকাশ রেখো আমার জন্যে
তারাদের বর্ণমালায় সাজানো,
আমি দিগন্ত ছোঁয়ার কথা দিয়ে রাখলাম।
হঠাৎ ভিজে গেলে আগুন শিশিরে,
হৈমন্তী নিঃশ্বাসে না হয়
লিখবো কোনো হলদে ধানের কবিতা।

তবে তুমি বিদ্যুতের ভয় পেওনা
আমার বুক চিরে জেনো, শুধুই নীলচে আকাশগঙ্গা
অবসাদের শহরে প্যাঁচানো গলির মোড়ে
যে কুচকাওয়াজে মিশে থাকে ভয়ানক জ্বর
আমার জলীয় ঢাকনা সরে গেলে পরে
খুঁজে পাবে সেখানে নিশ্চিত ,নির্জন রোদ।

ভুল করে আবার স্মৃতির ট্রামে বোসোনা
সে পথে শুধু দূর্বার করুণ আর্তনাদ
তাই ধূসর ইতিহাস আঁকতে পারেনি কোনো অজন্তা চিত্র
ঝরে পড়া চুন সুরকির বুকে,
বাজে যে সারেঙ্গি সুর
তার কথা মিশে থাকুক নোনতা বসন্তে।

1 comment:

  1. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete