মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪২-তম প্রয়াস
চাঁদের ফসল বিকাশ চন্দ
কৃষ্ণ কালের গহ্বর দেখেনি এই নশ্বর মহিমা---
ভেতরে ভেতরে সীমাহীন বিষাদ অন্ধকার,
অজস্র মুখের অবয়ব বোঝেনা ঘর ফেরতা কথা----
ভেতরে বাইরে নির্দয় ভাঙচুর নির্মাণের অকথিত কৃপা
প্রতিদিনই গিলে খায় মরমি কথার ভেতরে কথা,
ঠেলে ঠুলে ঘাড় ধরে বসে রাত খেকো সংসার জনপদ।
জলের জাত কি জানে না মাটির কি দায় ঘিরে রাখে মায়া স্রোত---
প্রিয় সময় ও বোঝেনি বিনম্র আখর বুনোট শুধু হাহাকার,
সমস্ত মায়াঘর নিরুত্তর কেটে যায় সব ঋতু কল্লোলে---
ক্ষণজন্মা মানুষেরা কোথায় ছিল থিতু হীন বিনীত মুদ্রায়,
পরিযায়ী মানুষই জানে সমস্ত স্বপ্ন হারায় রিক্ত হাহাকারে।
বিনীত প্রভাত আর কোমল প্রার্থনা একই সাথে ঘর বার,
সকল আর্তি বোঝে না চন্দ্র কলা মুখি অরব ভাষা কথা---
জীবনের ভেতর যা কিছু অন্তরীণ চুপ কথা বুনো পাখিদের গানে,
যদিও চান্দ্র মাস জানে অর্ধ শরীর শুধু দিন গোনা মরণ প্রহর----
তবুও আড়ালে উষ্ণতা এপার ওপার পূর্ণিমা অমাবস্যা কাল,
ঘিরে আছে নম্র সুখ চিরায়ত বিনির্মাণ এক জোড়া চাঁদের ফসল।
No comments:
Post a Comment