Tuesday, 11 February 2020

মুন রায় চৌধুরী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪২-তম প্রয়াস












গাও সাম্যবাদের গান       মুন রায় চৌধুরী

আকাশে  মুক্তির মেলা মাটিতে অবজ্ঞা,
ছেলেবেলা মিশে যায় ইঁটের পাঁজরে।
মুক্তির গান ডাক দিয়ে যায় নিষ্ঠুর শৈশব কে।
শৈশব নাগাল পায় না, মুক্ত আকাশের।
ফুটপাতে বেড়ে ওঠে অভুক্ত শৈশব।
কে দেখাবে মুক্তির পথ ,দিশেহারা শৈশব কে ?
অথচ দেখ সাগরের পার ভাঙে মুক্তির আনন্দে,
ঝোড়োবক পাড়ি দেয় সাদা পাখনা মেলে,
সবুজের হোলি খেলা গাছেদের সাথে,
মুক্তির জয় গান গাবে তারা কোন আনন্দে !

আনন্দ আজ হার মেনেছে নিঠুর শৈশবের কাছে।
মুক্তির বাণী শোনাবে কোন অশান্ত পথিক !
মানুষের সম্প্রীতির জয় গান গায় লালন ফকির।
চারিদিক অশান্ত , ভুখা পেট, তারই মাঝে চলে মৌলবাদীদের হুঙ্কার।
এসো নুতন যুগের নুতন পথিক ,গাও সাম্যবাদের জয় গান, 
নুতন যুগ, নুতন দিশা গর্ভেই অপেক্ষমান, ধাত্রী তুমি  এসো।

No comments:

Post a Comment