মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৩৬-তম প্রয়াস
পাখি রঙের আকাশ ------ ৩৩ হরিৎ বন্দ্যোপাধ্যায়
তুমি কে সত্যিই যদি আমি জানতাম তাহলে আজকের অবস্থার কি এমন পরিবর্তন হত ? আজ যেখানে তুমি দাঁড়িয়ে তার থেকে আরও কাছে ? তোমাকে জেনেছি একটু একটু করে আমার ক্ষমতা অনুযায়ী। তাই আজকের তুমিই আমার তুমি। নিজেকে যতটা ছড়িয়ে দেওয়া সম্ভব আজকের তুমি তারই ফসল। তাই তুমি কে নয় তুমি কেন ? তুমি কে ----- অনেকটাই সাজানো। আগে থেকেই যেন তৈরি করে আনা। অনেকাংশেই আমার আবহাওয়ার সঙ্গে যেন ঠিক মিল খায় না। অথবা মেলাতেই হবে এমন একটা লক্ষ্য সামনে রেখে যেন এগিয়ে যাওয়া। কিন্তু তুমি কেন ------ তুমি আমাকে অনেকটাই দেখতে পাও। তুমি যেন তখন আমার বল ভরসা। আমি যেন তোমার নিরুপদ্রব কোলে নিজেকে ছেড়ে দিতে পারি।
No comments:
Post a Comment