মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩৫-তম প্রয়াস
কান্না রঞ্জনা ভট্টাচার্য্য
থিয়েটারের উপর ঝুলন্ত চিৎকার!
ব্যালকনির গায়ে রঙ্গমঞ্চের বিদ্যুৎছাপ;
বাড়ির আলো গুলো একটা একটা করে
নিভিয়ে দিচ্ছেন শোলের জয়া বচ্চন;
ঠিক এসময়ে গরগর আওয়াজে অভুক্ত
কুকুরগুলোর বিষণ্ণ দৃষ্টি বিঁধে যায় আমায়;
আমি ওদের দিকে ছিঁড়ে ছিঁড়ে দিই
প্রেম,রিরংসা, বিশ্বাস, ঈর্ষা।
No comments:
Post a Comment