মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৩৬-তম প্রয়াস
বিপন্নতার পাশে ভোরের আলো মুস্তাফিজ রহমান
বিপন্নতার পাশে ভোরের আলো মুস্তাফিজ রহমান
কী করে যে বিকেলবেলার বিপন্নতার
সব খবর খুব ভোরে
ভোরের আলো, তুমি পেয়েছিলে
পাশে এসে দাঁড়িয়েছিলে
চুপিচুপি পা ডুবিয়ে
অনধিকার আন্দোলিত জলে
খর রৌদ্রে পোড়া জলাশয়ের মুখে
শীতল ছায়াখানি ধরে দাঁড়িছিলে
তোমার নরম উষ্ণতার ঔষধি স্পর্শ নিয়ে
সূর্য নিভে গেলে নিকষ কালো অন্ধকারে
কায়া নয়, একটি মরালীর ছায়া
হাজার বাতির আলো হয়ে উঠলো জ্বলে
No comments:
Post a Comment