মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৩৬-তম প্রয়াস
হারানো অতীত কেয়া চক্রবর্তী
হারিয়ে গেছে আয়নাটুকু
শুধুই পড়ে ফ্রেমটা ।
মন খুইয়ে চলছে তবু
লোক দেখানো প্রেমটা ।
অচেনার ভিড়ে হারিয়ে
খুঁজি মনের চোরকুঠুরিটা,
আজ যেখানে দাফন
করেছি হাসিখুশি অতীতটা।।
একলা বসে ভাবি আমি,
যখন হুহু করে পরানটা।
মানুষের মন বোঝা বড়ই দায়
যখন খুলে যায় মুখোশটা।।
আজ ও তবু যতনে রাখি,
ঢেকে রাখি ক্ষতটা,
মাঝে মাঝেই খুঁজে ফিরি,
হারিয়ে যাওয়া সেই স্বপ্নটা।।
খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা~~ মাঝে মাঝেই খুঁজে ফিরি,
ReplyDeleteহারিয়ে যাওয়া সেই স্বপ্নটা।।
ধন্যবাদ
Delete