Wednesday 12 February 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৪৩-তম প্রয়াস












পাখি রঙের আকাশ ------ ৩৫   হরিৎ বন্দ্যোপাধ্যায়

বিষন্ন হাতের দিকে চেয়ে আছে একলা ফড়িং। তার ডানায় রোদ্দুরের রঙ দেখে পা থামায় পথিক। চিরচেনা এক বটের ছন্দে মন ভাসিয়ে পথিকের মনে পড়ে যায় আলোকিত এক ঝর্নার সন্তরণ গীতি। অচেনা এক রঙের গন্ধে সারা বট আলো জ্বেলে দেয়। আলোর দৃষ্টি নিয়ে পথিক সেই গন্ধে পা ডোবায়। ধরা পড়ে যায়, কোনো এক রোদ্দুর সকালের অহংকারে তার স্ফীত হয়ে ওঠা। যদিও সে অতীত তবুও মাঝে মাঝে পথ পেয়ে যায় আগামীর মনে। আজ সে তো অন্য পথিক। ধরে বসে থাকে রোদ্দুর দিন। কোথায় স্বতন্ত্রতা ? এ তো আলোর ধর্মে নিজেকে ছড়িয়ে দেওয়া। শাসক নয়, পিতা সে ------ উষ্ণতার হাতিয়ারে মুছে দেবে যাবতীয় কোষের আন্তরিক শীতলতা।


1 comment: