মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-পারমিতা দে (দাস)
মৃত ঘাস
তুমি নিজেকে সবার থেকে আলাদা রাখো।
জুলিয়েট-পারমিতা দে (দাস)
মৃত ঘাস
তুমি নিজেকে সবার থেকে আলাদা রাখো।
কথায় কথায় মন ভারী করে,
চোখের নীচে সমুদ্র গোপন করো।
বিকেলের স্নিগ্ধ আলোয়,
গাছেদের সাথে কথা বলো।
দুহাত দিয়ে তাদের যন্ত্রনা কাছ টেনে নাও।
অথচ তোমার বুকে হরিদ্রাভো মৃত ঘাস।
যা তুমি কখনোই কাউকে দেখাও নি।
শুধু একটা মানুষ জেনেছিল,,
কোনো একদিন তুমি সবুজ হতে চেয়েছিলে।
অপূর্ব
ReplyDelete