Saturday, 27 June 2020

জুলিয়েট-মিষ্টু আচার্য্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-মিষ্টু আচার্য্য
প্রতিকী
















অন্তহীন রাতের আকাশে 
চেয়ে থাকার নাম জানা নেই;

শুধু জানি বসন্তের নাম মালাহার।
পরিযায়ী পাখির প্রেম রঙিন;
  
অস্তমিত মেঘের কুয়াশায় ঢাকা
পাহাড়ি দিনের ছায়া কঙ্কাল।
পথের ধারে মৃত গাছের দলের-স্তন
ছিঁড়ে খায় মিথ্যা স্বপ্নের শরীর।

তোমার আলিঙ্গন পাবার আশায়
ঘর বাঁধে নীল শাবকের দল।

No comments:

Post a Comment