Saturday 27 June 2020

জুলিয়েট-অমৃতা বিশ্বাস সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-অমৃতা বিশ্বাস সরকার
মৌন মুখর
















তুই হয়তো জানিস না .......
আজও আমার পৃথিবী চায় তোকে ।
তখন পিছুটানগুলো বিচ্ছেদের দেয়াল তুলে আবেগের স্রোত দেয় রুখে ।
যখন ছিলাম বন্ধু আমরা থাকতিস তো বেশ মুখর !
আমি না হয় বরাবরই স্বল্পভাষী,
 তোর ঢেউগুলো মরে গেছে বুঝি ?
আমার গুলো তো বেঁচে আছে দিব্যি বুকের ভেতর॥
সেই অকাল শ্রাবণ বেদুইন ঝড় আজও বড় টানে।
 কিছু কিছু অতীত শুধুই অতীত...
 জানি নেই তার কোন মানে।
 বিষন্নতার ডায়েরীতে লিখি বিরহের দিনলিপি  
মেকি হাসি মুখে সুখী থাকার তীব্রতা
 সদাই আমি মাপি।

No comments:

Post a Comment