Saturday 27 June 2020

জুলিয়েট-শ্রাবন্তী বটব্যাল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-শ্রাবন্তী বটব্যাল
দূরত্ব
















দূরত্বের সংজ্ঞা মাপো অসময় মেঘ
নদীর প্রবাহপথ খোঁজে
নির্জনতার গোপন দরজা
গহন বনের কাছে রেখে যাই চিহ্ন গুলি
হারিয়ে যাওয়া তবু প্রত্যাশিত ছিল

মোমের সময় ঘিরে হানা দেয় আততায়ী শীত
ছায়ার দীর্ঘপথ লিখে নেয় ঘোষনা আমোঘ

অন্ধকার বেড়ে গেলে 
ক্রমশ অচেনা হয় নিজস্ব আকার......

No comments:

Post a Comment