Saturday, 27 June 2020

জুলিয়েট-হিয়া

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-হিয়া
ডার্ক সার্কেল















ও ঘুম,গৃহস্থালি
বারবার ভেঙ্গে ভেঙ্গে যায়।
মোহরছড়ানো শ্রাবণে 
ও ঘুম,ঘুমে দেহ পুড়ে পুড়ে যায়।
যায় যাক,এ দেহ ছাই হয়ে 
জেগে থাক শেষ-মারমেড।

শরীরজোড়া মায়ায় 
মৃত্যু নিয়ে মিথ্যে কিছু নেই;
দশখানা ফুল জানেই -মুকুল মুকুল।

অল্প জ্বরের কিশোরীর চোখের তলায়
' কাল '
ডার্ক সার্কেল ওর ভালো নাম।
বধ্যভূমির বুকের ওপর রাত্রি তুমি তার,
পয়ারভোলা বিকেলে সব ছল অসার।
মরতে যে চায়না তার শাসনে বাঁচে জীবন।
মরতে যে চায়না তার শাসনেই বাঁচে জীবন।

2 comments:

  1. শুভদীপ সেনশর্মা28 June 2020 at 13:39

    আহা। অনবদ্য কবিতা মৌমিতা।

    ReplyDelete