Tuesday 30 June 2020

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || ৩০শে জুন ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||  













হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ  ------  ৯৪

প্রতিটা চুম্বনের ভেতর আমি এক একটা সূর্যকে দেখতে পাই। সেই সূর্য মুখে ভেসে ওঠে কত কত হারিয়ে যাওয়া মুখ। কোনো রথের মেলায়, হাসপাতালে চিন্তিত মুখে, গাছের নিচে বৃষ্টি মাথায়, ট্রেনের জানলায় আর স্টেশনে হাঁটতে হাঁটতে যারা হঠাৎই চোখের আড়াল হয়ে যায় তারা আবার সূর্য মুখে ভেসে ওঠে। প্রতিটা চুম্বন এক একটা পথ। বহুদিন গলির মধ্যে আটকে থাকা চোখে হঠাৎ করেই আলোর রেখা। কে যেন এসে হাতে টান দেয়। বড় রাস্তায় এসে দেখা হয় এক নদীর সঙ্গে। রাত পেরিয়ে আলোকলতার মতো ঠোঁটের পর্দায় ভেসে ওঠে রাঙাদিন। নদীপথে ভেসে আসে বহুদিন ধরে আটকে থাকা যাবতীয় জটিল সমীকরণের অনায়াস সমাধান। একবার নদীকে দেখি আর একবার আমাকে। বুঝতে পারি, গলির মধ্যে আটকে থাকাটা ব্যক্তিগত।

                                                                                                    










প্রসেনজিৎ   আচার্য
মকিমপুরী ডেক্সে বসন্তস্রাবী ব্যালটে নিরঙ্কুশ অভিযান


কুশী
                               

(   প্র   )

টেবিল ল্যাপ্মের নিচে রাত্রি রুমালের মতো ছোটো 
বিস্ফারিত চোখে কাগুজে সময় স্রোতে ধূসর 

ফ্যাকাসে আঙুল নরম ইনস্টুমেন্টে জ্যোতিষ্ক ধরে 
গলি পথে মিলিয়ে গেছে ব্রাহ্মণ-সংহিতা 

লুব্ধকের পাশে বসে আছে সোনাজল আবগারি দপ্তর
পেণ্ডুলামে ঝুলছে নক্ষত্রের বীজ ধূসর-নিষেক
                        
(  স্ + এ+ন  )

            রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট 

কালপুরুষ নেমে এসেছে শরীরে আমার নীল অত্যাচার
ফুটন্ত  নরক ছুঁয়ে দেখছে দশদিকে অবাধ প্রবেশ

অঙ্ক মিলে যাচ্ছে লাল সমুদ্রের জারিত দ্রাক্ষা রসে 
এক একটা দ্রাঘিমা ফুটে উঠছে নখের অগ্রভাগে

(  জিৎ  )

হিম হয়ে দেখছি অকাতর উৎসব মীনাক্ষি অপলক
স্বাতী তারা হাত ধরে আছে গভীর অনুরাগে 

                       
লব
                         
(  অ  )

ইস্তেহার সেদিনই লেখা হয়েছিলো অন্তিম পর্যায়ে
নাচের উলম্ব আর আনুভুমিক নিডিলপয়েণ্টে
                  কৈশোর সমাগত

বাতাস কথা বলছিল সারিবদ্ধ করতালিতে
সেখানে তুমিও মিশেছিলে মণ্চের মনোবিকলনে

এক টেবিল দূরত্বে আমি স্থির নিবেশিত পাঠে 
অথচ স্পষ্ট আলো জ্বলছিলো হৃদয়ে 
টেবিলল্যাম্প শুধু ভাবছ কেন 


( ন্ +অ + ত্ +অ )        

রুমালের রাত্রিতে এরোডাইনামিক ভাবে প্রবেশ করেছ
জ্যোতিষ্কের দহনে নির্জন পাটিগণিতের গভীর হস্তাক্ষর

পেণ্ডুলামে লেগে থাকল মুহূর্তের সংস্কার আর দ্বন্দ্ব
পুরাঘটিত ঘটনার প্রিণ্টআউট নিষ্প্রয়োজন 
                           দুটি স্ফূলিঙ্গ আর জ্বলে কতক্ষণ

বসন্ত লাল আগুন বাঁচিয়ে রাখে যেখানে সংক্রমণ 
                      অতি তীব্র ভাবে ছড়িয়ে পড়ে


( রা )

সম্মানিত সংজ্ঞায় হিম স্বাদু ভাবে মেতে ওঠে মহুয়ার 
            উৎসবে — ' চাঁদ ঘিরে তারার উদয়
                                  তারা উদয় হয়েছে '
চাঁদের অঙ্গে স্বাতীর অনঙ্গ বিলাস নিরঙ্কুশ অভিযান





No comments:

Post a Comment