মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-চৈতালী বসু
সাগর
আমার সমস্তটা জীবন চলে গেল
জুলিয়েট-চৈতালী বসু
সাগর
আমার সমস্তটা জীবন চলে গেল
তোমার ভালবাসার গভীরতা মাপতে ।
তবু আজও পেলাম না তার অতল স্পর্শ।
তোমার প্রবল প্রেমের ব্যাকুল হাতছানিতে
আকুল আবেদন-- তবু পেলাম না এখনও ফুলশয্যার ঘ্রান।
তোমার ঊর্মিমালার স্পর্শে আমার মনতটিনি
চায় সমাধি হতে--তবু একটুকরো জমি মিলল না।
বাদলাকাটা রোদের মাধুর্য মাখতে লহরীর গায়ে চায় আঁচড় কাটতে--তবু হয়ে উঠল না সে ভোরের ফুল।
শুধু না পাওয়ার বেদনা নয় রোমান্টিকতার প্রকাশ এখানে মূল উপজীব্য
ReplyDelete