মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-মৌসুমী রায়
নষ্ট কাব্য
জুলিয়েট-মৌসুমী রায়
নষ্ট কাব্য
গহনে শিউলিআতর
কেয়াখয়ের হাসি ঝুমকোর ঠোনা
পথপাশে বাসি কোজাগরী আলপনা
ঝিমধরা সন্ধে হিমেল বেনারসী
ছায়াপথে একা ফেরা রাত নিভে গেলে
আলতাপায়ে নিঝুম বেভুল
বেতের কাঁটা আলগোছে ফোঁটে
প্রথম দেখার মত
ঠাকুরঝি পুকুরের জলে স্বৈরিণী ঢেউ
আঘাটায় মরণের নষ্টকাব্য ...
অনবদ্য
ReplyDeleteপ্রতিটি শব্দযোজনা এক একটা চিত্রকল্পের জন্ম দিল। অতীব সুন্দ।
ReplyDeleteচমৎকার
ReplyDeleteভালো লেগেছে।
ReplyDelete