Saturday, 27 June 2020

জুলিয়েট-রাখী সরদার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-রাখী সরদার
শরীরী ধ্বনি















মেঘের নীচে দাঁড়িয়ে প্রতিটি নদীই ভিজে ত্বক
যেন আধখোলা শরীরে মহাধ্বনি অবধি তন্ময়
রক্তে রক্তে বয়ে চলা মানুষের অজ্ঞাত হেমলক
সারারাত জ্বর দেহে স্বেদতপ্ত নীল করি পান।

নদীও কী অগ্নিলাল!রক্তে মাংসে অসহ্য মৌতাত!
অন্ধকারে জ্বলে ওঠে নীলছাপ জামদানী শরীর।

No comments:

Post a Comment