Saturday, 27 June 2020

জুলিয়েট-শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
জুলিয়েট-শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
লবণাক্ত  অক্ষরমালা













আধখোলা হৃদয়ের ভাঁজে
বসে থাকে শতাব্দী প্রাচীন
সবুজাভ কাচপোকা।
আমি তাকে দিয়েছি প্রশ্রয়।

সে আমাকে নিয়ে গেছে
হনন সম্ভূত সেই অরণ্যলীলায়।
রাত্রির মধ্যযামে তাই
আঙুল রেখেছি,
লবণাক্ত অক্ষরমালায়।

2 comments:

  1. শুভম চক্রবর্তী28 June 2020 at 08:38

    বাহ৷ ভালো লাগলো।

    ReplyDelete
  2. কবিতা এমনি হোক নির্মেদ মননের বাহক।

    ReplyDelete