Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় যশোধরা রায়চৌধুরী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় যশোধরা রায়চৌধুরী


রীতি

এরকম রীতি আছে আমাদের, যদি কেউ
আমাদের দলে না ভেড়ে, সে, 
জাতে পাতে মারা যাবে, ভাতে হাতে কেটে দেব তাকে

এরকম রীতি আছে আমাদের, যদি কেউ
আমাদের হেঁহেঁ করে হেসে না নাড়ায় মাথা, তবে
খুলে যাবে গাঁট আর ধীরে ধীরে খসে যাবে সে সবার
প্রীতিপথ থেকে

এরকম রীতি আছে আমাদের, যদি কেউ
সিঁড়ি দেখে না চড়ে বা পদমূল দেখে না তেলের বাটি আনে
যদি কেউ ভাললাগা , খোলামন, সত্যকথা এইসবে মতি রাখে খুব

তাকে আমরা ধোপা ও নাপিত কেড়ে, একা করে দিই

শুধু সেই লোকটির চোখ দেখলে ভয় করে খুব...



3 comments:

  1. কত শান্ত, অথচ কী ভীষণ আগুনের তাপ।

    ReplyDelete
  2. অসাধারণ লাগলো মনের ভিতরে থাকা এইসব জ্বলন্ত অঙ্গারকে অক্ষররুপে দেখে। সেই লোকটি আমাদের ভিতরে থেকেও কোথায় যেন লুকিয়ে থাকে আজকাল !

    ReplyDelete
  3. বড় ভালো লাগে দিদির কবিতা।

    ReplyDelete