Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় চন্দ্রদীপা সেনশর্মা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||  কবিতায় চন্দ্রদীপা সেনশর্মা


প্ৰব্রজ্যা সময়
         

আকাশ পুড়ছে অপরাহ্ণে
আমি পুড়ে যেতে চাইনি একই ভুলে, তবু


তোমার দৃঢ় বাঁধনে নীরব শুদ্ধকল্যাণ
সংকেত প্ৰণয়ন...


বুজে আসে প্রৌঢ় চোখ। বোঝে,
জলের যা কিছু দাহ সেও অন্তর্লীন...


অনুগমন চিরে যায় পথ নিয়তি বিশ্বাস
খুলতে না পারা গিঁট অনির্ণেয় বোধ--
কত সহজে সত্যি হয়ে ওঠে 'ভয়'


হে মুগ্ধ সংকেত, তোমার তবে কী নাম দেব বল?
মুহব্বত্ না ফরিস্তা?


ছলকে ওঠে অন্তিম স্পর্শের রং দু একটা ফুলকি
অনুচ্চারিত মৃত্যুকামনা 'বাগেশ্রী' তৃষায়
খুঁটে তোলে অন্য জন্ম...


ভেসে আসে দূরতার হোমগন্ধ
রাতশেষের সোহিনী, ঋত নক্ষত্রেরা...


পোড়া আকাশে অপরিচয়ের বিসমিল ভোর...


1 comment:

  1. টুকরো টুকরো অনুভূতি, অন্য স্বাদ।

    ReplyDelete