Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~সম্পাদকীয় নয় কিন্তু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| সম্পাদকীয় নয় কিন্তু 
                                                                        অভিজিৎ দাসকর্মকার

সম্পাদকীয় নয় কিন্তু 


আজ মহাসপ্তমীর পূণ্যলগ্ন,যেখানে দেবীর আগমনী গান ধ্বনিত হচ্ছে বাড়ির চৌকাঠে চৌকাঠে 

"এবার আমার ঊমা এলে
আর ঊমা পাঠাবো না..."

সেই অনন্ত শান্ত লগ্নে মল্ল সাহিত্য ই-পত্রিকা কবি বেগম সুফিয়া কামাল কে উৎসর্গ করা এবছরের বৃহৎ শারদীয় সম্ভার প্রকাশ করলো। যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গ এমনকি প্রবাসী বাঙালি কবি সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ ১৪২৮ ২৫ শে আশ্বিন শারদীয় সংখ্যা। 
সম্পাদককীয় তে কিছু লিখতে হয়, আমাদের পত্রিকার লোগো বানিয়ে দিয়েছিলেন কবি বিভাবসু। পত্রিকার কভারচিত্র বানিয়ে দিয়েছে আমাদের সকলের প্রিয়ভাই অর্পণ। আর শারদীয় সংখ্যার প্রচ্ছদ বানিয়ে দিলেন শ্রীমহাদেব। আমি এঁদের কাছে কৃতজ্ঞ থাকবো।এনাদের শিল্পমনস্কতা আরো বিস্তারিত হোক এই গুরু বন্দনা করি।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।নিরাপদ দূরত্ব থেকে প্রতিমা দর্শন করুন।

হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | 
হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ 
বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ 
ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ || 


No comments:

Post a Comment