কাঁটাতার
প্রদীপ জ্বলে, মনস্কামনায়
রক্ত আর বারুদে পুড়ে যাওয়া
হিসেব নেই, অনিশ্চয়তার;
ভাসাও তরী। দিয়েছ তুমি সাড়া
দেহাতি পিঠ শক্ত পুড়ে কাঠ
খোয়াব নিয়ে মরছে ক’হাজার?
প্রদীপ জ্বলে, প্রদীপ পুড়ে খাক!
ভাগের মা-ও গঙ্গা পায় না তো-
তরী ভাসাও, পিছনে ভাঙে পাড়!
চৈতন্য
দিও বাউল গান
লাজুক সুর কাঙাল,- ভেসে যায়
কেন যে দূরে হারিয়ে যেতে চাও!
শ্রীমতী তুমি
গোপিনী মেঘ ভাঙো ...
বিষাদ যত সিন্ধু, তত বাঁশি
লীলাখেলাই দেখেছে বৈরাগী।
কোথাও কোনও ফিরে যাওয়ার নেই-
মৃত্যু কেন গাও?
ধ্রুপদী গান গাইছে নিধুবন...
বেড়াল খুব লাফিয়ে ওঠে ঘাড়ে
লাজুক সুর কাঙাল, ভেসে যাও...
চমৎকার লেখা। মুগ্ধতা রেখে গেলাম।
ReplyDeleteবাঃ। সুখপাঠ্য কবিতা।
ReplyDelete