Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় বিপাশা ভট্টাচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় বিপাশা ভট্টাচার্য 


সুফিয়ানা

এই ধূ-ধূ সময়ের বুকে দাঁড়িয়ে,
করতলগত শুধু আত্মপ্রবোধ।
করুণার গতি যেভাবে অন্বিষ্ট শূন্যতার দিকে,
সেভাবে মহাপৃথিবীর ভার নিয়ে মানুষ
ধুঁকতে ধুঁকতে হেঁটে চলেছে স্খলিত পায়ে।
অনুগত মুরিদের মতো,
অগ্নিকুন্ডের পাশে এসে বসেছি একেলা।
যাহাকিছু প্রাপ্ত গুহ্য জ্ঞান, সবটুকু জড়ো করে,
ইড়া পিঙ্গলায় ঢেলেছি
সমস্তজীবনের অর্জিত অনুশাসন;
যেভাবে তিরস্কৃত পিতা
ভর্ত্সনা করে অবোধ শিশুকে।
অর্বাচীন বজ্রযোগীর দেহভাণ্ডে
অবিরত ঐহিক বজ্রপাত,
প্রথম তলবটুকুর শেষে, চোখ মেলে দেখি
দেহভাণ্ড নির্বিকল্প, চারিদিকে শূন্যতা অপার।



No comments:

Post a Comment