Friday 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় প্রত্যূষা সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় প্রত্যূষা সরকার


আজকাল সহবত শিখছি 

১. 

অধিকাংশ জ্বরই কাল্পনিক। মৃত্যুর পাশ ঘেঁষা লাফ-দড়ি জীবন... চোখ বুজলে হাওয়ারা নিচে নেমে আসে। ঘড়িতে বিরুদ্ধ কাচ। আমরা মশারির দড়িতে মশলা ঝুলিয়ে ভবিষ্যৎ আওড়াই। এখানে মূর্খতাই বুদ্ধিমানের পরিচয়।

ধরে নাও, তোমার জিভে ফোঁড়া গজিয়েছে। আরও পরিষ্কার করে বললে, তোমার আজ বোবা হয়ে থাকার দিন। এখানে পঞ্জিকাও চুপ করে থাকে। এখানে বৌভাতে প্যাণ্ডেলে প্যাণ্ডিমিক। সুযোগ বুঝে মাছেরাও ঘুম-টোপ ফেলে। 

এরপর হাই ওঠার দিন। তত্ত্বে মন্ত্রে গালিগালাজ জীবন। শরীরে জ্বর আছে, গায়-পায় ব্যথা নেই... মূর্খের বক্তৃতায় কফ উঠে আসে... আমি ইঁদুর অনুভব করি। ইঁদুরে-মানুষে সমান্তরাল সংসার। 

২. 

চোখের পাতার দিকে তাকালে অন্ধকার উৎসেচক বিছিয়ে দেয়। সমস্ত স্বপ্ন নিরপেক্ষ, অন্তত ঘুমের ভেতর কোনও পারসিয়ালিটি চলে না। সাদা আদরে অপেক্ষা অবিরাম। ঘুম থেকে ঘুম পেরোতে না পাওয়া দরজা খুলে যায়। 

তুমি ছটফটে ছবি হয়ে দাঁড়াও... ছড়ানো ছিটানো মৃত বাসন। ঘাড় ঘোরালে মশাল জ্বলে ওঠে। শরীরে চাঁদ নেই! অলিতে গলিতে সাংসারিক স্তাবক। আসতে যেতে হাততালি, চোখের ভাঁজ বরাবর হিসেবনিকেশ। আমি বৈপরীত্য, তুমি আমার বিপরীতে। অথচ, সহবাসে কোনও ভুল নেই... কলমের আঁচড়ে আমি কুমির-ডাঙা অথবা মাটির পুতুল খেলা।

চোখের নিচে ঘুম ঘুম রোগ... ঘুমের ভেতর কোনও পারসিয়ালিটি চলে না!



1 comment: