অকারণ কবিতা
তেমন কোনো কারণ ছিল না
কারণ, কোনো কারণ ছিল না
অথচ তার
দুটো হাতেই দুরন্ত বুলবুলি
ছড়িয়ে যেতে ভরিয়ে দিতে
সত্যিকারের বারণ ছিল না
কী হবে আর কী হবে না
তা-ও কি নির্ধারণ ছিল না
সেভাবে ঠিক পরম্পরায়
স্পষ্ট কোনো কারণ ছিল না
তেমন কোনো কারণ ছিল না
কারণ, কোনো কারণ ছিল না
অথচ তার
দুটো হাতেই দুরন্ত বুলবুলি
ছড়িয়ে যেতে ভরিয়ে দিতে
সত্যিকারের বারণ ছিল না
কী হবে আর কী হবে না
তা-ও কি নির্ধারণ ছিল না
সেভাবে ঠিক পরম্পরায়
স্পষ্ট কোনো কারণ ছিল না
No comments:
Post a Comment