Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় শুভেন্দু ঘোড়াই

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা||  কবিতায় শুভেন্দু ঘোড়াই 

A Platonic Soldier

যুদ্ধ জয়ের শেষে সৈনিকটি ফিরে যাচ্ছে বিছানায় বিশ্রামে

মনে পড়ছে তার প্রিয় প্রেমিকার কথা

প্রেমিকাটি নীল চাদর গায়ে এসেছিল,যেদিন তাদের দেখা হয় প্রথম।

চাদরের গায়ে লেখাছিল 'মাটিই প্রথম,মাটিই শেষ।মাঝখানের সময়টুকু শুধু আমাদের দেখা।কিছুক্ষণ পাশাপাশি থাকা।অশ্রু অথবা ভালোবাসায়।'

যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নিতে নিতে বারবার মনে পড়ে যাচ্ছে তার প্রিয় যুদ্ধক্ষেত্রটির কথা।আর তার প্রিয় প্রেমিকার কথা।



No comments:

Post a Comment