হাহাকার
গাছের পেছনে দাঁড়িয়ে কেউ।
গাছের সামনে দাঁড়িয়ে কেউ।
গাছের পাশে দাঁড়িয়ে কেউ।
' কেউ আছে, কেউ আছে ' চিৎকার ধ্বনি
আমি শুনিনি
ধূ ধূ দৃশ্যে শুধুই কেউ নেই
-- মৃগতৃষা।
পৃথিবীর প্রাচুর্য সংকোচন
আজ ক্লান্ত, কালগর্ভে বিদীর্ণ নির্জলা
পেতে ধরছে রুক্ষ শুষ্ক হাত।
গাছের পেছনে দাঁড়িয়ে হাত
গাছের সামনে দাঁড়িয়ে হাত
গাছের পাশে দাঁড়িয়ে হাত
আর কতকাল! তথাপি কেনই বা
পুষবে, হাহাকার ---
গাছের সামনে দাঁড়িয়ে কেউ।
গাছের পাশে দাঁড়িয়ে কেউ।
' কেউ আছে, কেউ আছে ' চিৎকার ধ্বনি
ধূ ধূ দৃশ্যে শুধুই কেউ নেই
পৃথিবীর প্রাচুর্য সংকোচন
আজ ক্লান্ত, কালগর্ভে বিদীর্ণ নির্জলা
পেতে ধরছে রুক্ষ শুষ্ক হাত।
গাছের পেছনে দাঁড়িয়ে হাত
গাছের সামনে দাঁড়িয়ে হাত
গাছের পাশে দাঁড়িয়ে হাত
আর কতকাল! তথাপি কেনই বা
পুষবে, হাহাকার ---
No comments:
Post a Comment